খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

অনুমতি মিললো টাইগারদের ব্যক্তিগত অনুশীলনে

ক্রীড়া প্রতিবেদক

প্রায় চার মাস ঘরে অবরুদ্ধ থাকার পর অবশেষে অনুশীলনে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার (১৮ জুলাই) থেকে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় শুরু হচ্ছে তাদের ব্যক্তিগত অনুশীলন। একইভাবে দেশের আরও ৭টি স্টেডিয়ামও খুলে দেয়া হবে ক্রিকেটারদের ব্যাক্তিগত অনুশীলনের জন্য।
করোনাকালে ক্রিকেটহীন ঘরবন্দী সময়টা ভাল যাচ্ছিল না বিধায় জুনের প্রথম সপ্তাহে ব্যক্তিগত অনুশীলনের জন্য বিসিবি বরারবর আবেদন করেছিলেন মুশফিকুর রহিমসহ আরো বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু তখন দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় অনুমতি দেয়নি লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন। তবে চলতি মাসের শুরুতে করোনা সংক্রমন ও মৃত্যুর হার তুলনামুলক কমতে থাকায় আগের অবস্থান থেকে সরে এসেছে টাইগার ক্রিকেট প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় জাতীয় দলের ছেলে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। এই মুহুর্তে কারা কারা অনুশীলনে আগ্রহী বিসিবি মেডিকেল বিভাগ থেকে গতকাল সেই তালিকা চাওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে তাদের নামের তালিকা দিতে হবে। আগ্রহীদের নিয়ে শনিবার থেকে শুরু হবে অনুশীলন।
রোববার প্রায় ৩০-৩৫ জন ক্রিকেটারের সঙ্গে সভা করেছে বাংলাদেশ ক্রিকেটের মেডিকেল বিভাগ। সভায় তাদের বলা হয়েছে আগ্রহীদের একটি তালিকা তৈরী করে দিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে ২ জন ক্রিকেটার তাদের নাম পাঠিয়েছেন। বিসিবির একটি সুত্র মঙ্গলবার এখবর নিশ্চিত করেছেন।
সুত্রটির দেওয়া তথ্যমতে ‘গতকাল ৩০-৩৫ জন ছেলে ক্রিকেটারের সঙ্গে অনুষ্ঠিত একটি সভায় জানতে চাওয়া হয়েছে কারা কারা অনুশীলনে আগ্রহী। তাদের বলা হয়েছে তোমরা তালিকা দাও। কারণ আমাদের প্রস্তুতির জন্য তালিকা দরকার। এখন পর্যন্ত আমরা ২ জনের নাম পেয়েছি। তবে হাতে এখনো সময় আছে। শুক্রবারের মধ্যে নাম দিতে হবে। আগ্রহীদের নিয়ে শনিবার থেকে আমরা অনুশীলন শুরু করব।’

খুলনা গেজেট/রুবেল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!