৭৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। দুজনের জুটিতে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন অর্ধশত পূর্ণ হয়েছে। তাদের জুটিতে ভর করে বড় রানের পথেই হাঁটছে আয়ারল্যান্ড।
নতুন বলে আইরিশ ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। বড় শট খেলার সুযোগ না পাওয়ায় ঝুঁকি নিয়ে রান নিতে যান দুই ওপেনার সারা ফোবস ও গ্রেবি লুইস। আর সেই সুযোগে স্টাম্প ভাঙেন নাহিদা আক্তার।
৮ বল খেলে ৪ রান করে রান আউটে কাটা পড়েন সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান।
১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেছেন লুইস। অধিনায়কের বিদায়ের পর হান্টারের সঙ্গে যোগ দেন ওরলা পেন্ডারগেস্ট। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি হান্টার। ভালো শুরুর পর ফিরেছেন দুর্ভাগ্যজনক রান আউটে।
সোবহানা মুস্তারির দুর্দান্ত থ্রো থেকে বল ধরে স্টাম্প ভাঙেন জ্যোতি। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৩৩ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।
লাহোরে ৩৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে আইরিশ মেয়েদের সংগ্রহ ১৪৩ রান।