লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ায় মোহামেদ সালাহ ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিং থেকে পিছিয়ে গেছেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ব্যাকফুটে থাকায় একই দশা কিলিয়ান এমবাপ্পেরও।
লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। এর মধ্যে গোল, গোলে সহায়তা ও ভালো খেলার হিসেবে কাতালান ক্লাবটির ফুটবলাররা এগিয়ে থাকায় ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিংয়ের কর্তৃত্ব দলটির ফুটবলারদের হাতে।
সংবাদ মাধ্যম গোল সর্বশেষ ব্যালন ডি’অরের যে পাওয়ার র্যাঙ্কিং দিয়েছে তাতে সেরা চারের তিনজন বার্সার। তারা হলেন- রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও রর্বাট লেভানডভস্কি। তাদের সঙ্গে লড়াই জমিয়ে তুলেছেন পিএসজির সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।
গোলের ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তিনি ২০২৪-২৫ মৌসুমে ৩৩ গোল করেছেন, ২২ গোলে সহায়তা দিয়েছেন। এরই মধ্যে সুপারকোপা দে স্পেন জিতেছেন। সামনে কোপা দেল রে’র ফাইনাল খেলবেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে এক পা দিয়ে রেখেছে বার্সা। লা লিগার পথেও এগিয়ে বার্সা।
দুইয়ে আছেন পিএসজির উসমান ডেম্বেলে। ফ্রান্স ফরোয়ার্ড মৌসুমে গোল করেছেন ৩৪টি। নয় গোলে সহায়তা দিয়েছেন। লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছেন, ট্রফি দে চ্যাম্পিয়ন জিতেছেন। রাফিনিয়ার মতো লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ আছে বার্সার দুই তারকা ইয়ামাল ও লেভার। তবে গোলের হিসেবে তারা পিছিয়ে আছেন। ইয়ামাল যেমন ১৫ গোল করেছেন। তবে সহায়তা দিয়েছেন ২২ গোলে। বার্সা স্ট্রাইকার লেভা ৪০ গোল করেছেন। তবে সহায়তা দিয়েছেন ৫ গোলে।
র্যাঙ্কিংয়ে পাঁচে আছেন মো সালাহ। লিভারপুল আর এক জয় পেলে লিগ শিরোপা ঘরে তুলবে। দলের এই যাত্রায় সালাহ ৩৫ গোল করেছেন, ২৪ গোলে সহায়তা দিয়েছেন। ছয়ে আছেন বার্সার মিডফিল্ডের প্রাণভ্রোমরা পেদ্রি। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের শিরোপার মতো র্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছেন। ব্যালন ডি’অরের ভালো সম্ভাবনা আছে হ্যারি কেইনের। ইন্টার বাধা পেরিয়ে বায়ার্ন শেষ চারে যেতে পারলে র্যাঙ্কিংয়ে উপরে চলে আসবেন ইংলিশ স্ট্রাইকার কেইন। তিনি মৌসুমে ৩৯ গোল করেছেন, ১২ গোল করিয়েছেন। সেরা দশের পরের দুই জায়গা যথাক্রমে ইন্টারের লওতারো মার্টিনেজ ও রিয়ালের জুড বেলিংহামের দখলে।
খুলনা গেজেট/ টিএ