মণিরামপুরে মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মণিরামপুর প্রতিনিধি

মাস্ক ব্যবহারে বাধ্য করতে  যশোরের মণিরামপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। মাস্ক ব্যবহার না করায় উক্ত আদালতে বাস চালক রোস্তম আলী ও সুপারভাইজার কামরুজ্জামানকে ২’শ’ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার ১০ নভেম্বর বেলা ১১টার দিকে পৌর শহরের মোহনপুর বটতলা নামক স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাস চালক ও সুপারভাইজারকে উক্ত অর্থদন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, মাস্ক ব্যবহারে অনীহাকারীদের বিরুদ্ধে ১৮৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন