Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আবাসিক হোটেল রেদোয়ান ও খুলনা গার্ডেন ইন ডিসেম্বর পর্যন্ত সীলগালা : আটক ১১

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর আবাসিক হোটেল রেদোয়ান ও হোটেল গার্ডেন ইনে অভিযান চালিয়ে ১১জনকে আটক করেছে পুলিশ। অপরাধের পুনরাবৃতি করায় আজ শনিবার হোটেল দু’টি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটককৃত ১১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এবং ‘খুলনা মেট্রোপলিটন অধ্যাদেশ, ১৯৮৫’র বিভিন্ন ধারায় খুলনা মেট্রোপলিটন এলাকায় এরূপ অসামাজিক কার্যক্রম চালানো নিষেধ মর্মে জারিকৃত বিজ্ঞপ্তি বলবৎ রয়েছে।

হোটেলের মালিককে খুঁজে না পাওয়ায় সহকারী ম্যানেজারকে আইনের আওতায় নিয়ে আসা হয়। ইতোপূর্বেও এই দু’টি হোটেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুরূপ অবৈধ কার্যকলাপে জড়িত থাকার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন