শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

‘ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিতে চাই’

গেজেট প্রতিবেদন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর দিন ভাগ্য গড়ার দিন, আগামীর দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের। এ দেশ কোনো দলের না, এ দেশ কারও ব্যক্তিগত না, এ দেশ কোটি জনগণের দেশ।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা এদেশের মা-বােনদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। এদেশের কৃষক ভাইদের স্বাবলম্বী করার জন্য আমরা কৃষকদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই। এদেশের কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য এই মূহুর্তে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে। ১৩ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা সুদসহ মওকুফ করে দিতে চাই।

তিনি বলেন, ১২ তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। সঠিক মার্কার পক্ষে রায়ের মাধ্যমে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই গত ১৫-১৬ বছরে আমরা দেখেছি আমাদের সারা বাংলাদেশে গ্রাম-গঞ্জে, আনাচে-কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে মানুষ দাবি-দাওয়া থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি ঢাকাসহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে সেই সময়। যেমন খুন-গুম, মিথ্যা মামলা-গায়েবি মামলা দেখেছি।

তিনি বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে- কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন।

জনসভা পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রওনা হন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন