বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে। আমরা অতীতেও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতেও আপনাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।
পথসভায় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল দোসীমানা পর্যন্ত অন্তত অর্ধলাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।
খুলনা গেজেট/এএজে



