দুর্নীতি, চাঁদাবাজ ও আধিপত্যবাদীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ জানুয়ারি) চুয়াডাঙ্গায় নির্বাচনি জনসভায় এই মন্তব্য করেন তিনি।
অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ধৈর্যের পরীক্ষা নেবেন না, ফ্যাসিবাদের আচরণ করলে আগুনের ফুলকি দেখতে পাবেন।
তিনি বলেন, ইনসাফ ও ন্যায়ের পক্ষের মানুষদের আস্থা অর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিশেহারা হয়ে উল্টাপাল্টা কথা বললেও দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করায় তাদের ক্ষমা করে দিলাম।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে জামায়াত জোট বিজয়ী হলে বেকারদের প্রশিক্ষণের পূর্ণ ব্যায় আর নারীদের পড়াশোনার সব খরচ দেবে সরকার। পাশাপাশি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
খুলনা গেজেট/এএজে



