ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
একই সাথে খুলনা-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে আলী আসগর লবিকে। যেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
ধারণা করা হচ্ছে, ভোটের মাঠে এই দুই আসনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।
এদিন বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/এএজে

