সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে বজ্রপাতে ভাটা শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক ভাট শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার উত্তর বড়দলের চাঁদখালি-বড়দল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।

নিহত ভাটা শ্রমেিকর নাম মোঃ আব্দুল কাদের শেখ (৩৬)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর বড়দল গ্রামের আমজাদ শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল কাদের শেখ স্থানীয় একটি ইটভাটায় শ্রমেিকর কাজ করতো। শুক্রবার দুপুরের দিকে ভাটায় কাজ শেষে সে বাড়ি ফিরছিল। পতিমধ্যে উত্তর বড়দলের চাঁদখালি-বড়দল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি মৎস্য ঘেরের বেড়িবাঁধের উপর পৌছালে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে । রাত ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন