Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
সাতক্ষীরায় ইজিবাইক চালক হত্যা

আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কবিরের শ্যালক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ইজিবাইক চালক স্কুলছাত্র মইনুর রহমান হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত হুমায়ুন কবির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মোঃ রেজোয়ানুজ্জামানের কাছে সে এই জবানবন্দি প্রদান করে।

এদিকে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারি আসামী হুমায়ন কবিরের শ্যালক ইউনুছ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার শ্রীরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, নিখোঁজের ১০দিন পর রবিবার বিকালে শহরতলীর বাঁকাল এলাকায় আব্দুস সবুরের মালিকানাধীন জয়েন্ট ব্রিকস এর একটি ল্যাট্রিনের সেফটিক ট্যাংকি থেকে পুলিশ স্কুল ছাত্র মঈনুরের গলিত লাশ উদ্ধার করে। এর আগে সদর উপজেলার আলীপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন কবিরকে তার শ্বশুরবাড়ি সীমান্তের শ্রীরামপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। হুমায়ুন কবিরের স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখিয়ে দেওয়া মতে মইনুরের ব্যবহৃত ইজিবাইক ও পঁচাগলা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সুরত আলী বাদি হয়ে গ্রেফতারকৃত হুমায়ুন কবিরসহ দু’জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো তিনজনের বিরুদ্ধে সোমবার রাতে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত হুমায়ুন কবির সাতক্ষীরার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মোঃ রেজোয়ানুজ্জামানের কাছে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। পরে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। পাশাপাশি গ্রেফতার হওয়া হুমায়ুন কবিরের শ্যালক ইউনুছ আলীর বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার হওয়ায় তাকেও গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন