সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় চলছে কঠোর লকডাউন, ১১ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় লকডাউনের বিধিনিষেধ অমান‌্য করায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠোর লকডাউনের প্রথম দিনে তালায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে মোড়ে মোড়ে টহল দিচ্ছেন পুলিশ ।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান,তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে
বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।

বৃহস্পতিবার, ৩টা পর্যন্ত ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহার করতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

খুলনা গেজেট/টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন