রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

করোনায় দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হযে দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুজজামান(৪২) মারা গেছে ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান ।

বদরুজজামান সাতক্ষীরার দেবহাটা উপজেলার জাহাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধাযক ডাক্তার রফিকুল ইসলাম জানান, করোনা সনাক্ত হওয়ার পর বদরুজজামান গত ২৫ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভতি হন । সেখানে চিকিত্সাধীন অবস্থায় মংগলবার রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান । স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হেযেছে। তার বাড়ি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হযেছে। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হযে ২৫ জনের মৃত্যু হলো।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন