Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় একই মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় একই মাদ্রাসা থেকে দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার। গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে বের হয়ে তারা আর ফিরে আসেনি।

নিখোঁজ হওয়া ছাত্ররা হলো সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন এর ছেলে মোঃ রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন।

এঘটনায় ছেলে শাওনের সন্ধান না পেয়ে তার পিতা জাহাঙ্গীর হোসেন ১০ অগাষ্ট এবং ১১ অগাস্ট ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, মোঃ রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করে। গত ৯ অগাস্ট বেলা ১১ টার দিকে তারা মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে যায়নি। বাড়িতেও যায়নি তারা। বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়েছে তাদের পরিবার কিন্তু তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুই মাদ্রাসা ছাত্রের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরীর কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

উল্লেখ্য, নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি পরা ছিল। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি।

 

 

খুলনা গেজেট / এনআইআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন