বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন বিএনপি নেতা সাবু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার দন্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু। সোমবার (১৪ জুন) রাতে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারা কর্তৃপক্ষ বলছেন, শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন মাহফুজুর রহমান সাবু। মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং কলারোয়া পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় তিন মাস ধরে তিনি কারাগারে ছিলেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেয়। সেখানেই মারা যান বিএনপি নেতা মাহফুজুর রহমান বাবু।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মোঃ কামরুল ইসলাম জানান, তিনি হার্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা গেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন