বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরা হর্টিকালচার সেন্টার নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলায় হর্টিকালচার সেন্টার নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের এলএ চেক প্রদান করা হয়েছে। সোমবার (১০ আগষ্ট) জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার কার্যালয়ে জমির মালিক সিদ্দিকা আহম্মেদের হাতে ৩৫ লাখ ৫৮ হাজার ২৩৭ টাকা এবং কাজী জিয়াউর রহমানের হাতে ৮৪ লাখ ৩৫ হাজার ৪৭৭ টাকার চেক তুলে দেন।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে চেক গ্রহীতাদের সাথে কথা বলেন এবং স্বচ্ছতা ও হয়রানি মুক্তভাবে এল এ চেক বিতরণ করায় জেলা প্রশাসককে অভিনন্দন জানান। একই সময় চেক গ্রহীতারাও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন