সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার আজও ৫০ শতাংশের বেশী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বুধবার (৯ জুন) করোনা শনাক্ত হয়েছে ৪৮ জন। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ।

গত দুই দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ ও ১৮২ জন। তবে আজ নমুনা পরীক্ষা করা হয়েছে গত দু’দিনের অর্ধেক। হটাৎ করে নমুনা পরীক্ষা কমানোর কারণ জানা যায়নি।

এনিয়ে ৯ জুন পর্যন্ত সাতক্ষীরার জেলায় মোট সনাক্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৭ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন ৪ জন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন