বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

প্রেমে ব্যর্থ হয়ে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টা

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালার পল্লীতে দশম শ্রেণীর ছাত্রীকে প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে অপহরণ ও হত্যার চেষ্টার ঘটনা ঘটিয়েছে বখাটেরা। এ ঘটনায় মেয়েটির বাবা বৃহস্পতিবার (৩ জুন) বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

মেয়েটির বাবা বলেন, তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণরি ছাত্রী আমার মেয়েকে (১৬) কুপ্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় গুরুপদ মন্ডলের ছেলে বখাটে ধ্রুব মন্ডল (২০)। বুধবার (২ জুন ) সন্ধ্যায় আমরা বাড়ীতে না থাকার সুযোগে ধ্রুব ও তার বন্ধু অনুপম মন্ডল (১৯), ধীরাজ বাছাড় (২০), কমলেশ বাছাড় (২১) সহ ৪/৫ জন মেয়েটিকে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । এ সময় বখাটেরা ওড়না পেচিয়ে মেয়েটির চোখ-মুখ ও গলা বেঁধে টেনে-হিচড়ে ঘর থেকে বের করে।

মেয়েটির বাবা আরও জানায়, এ সময় প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে ধ্রুব বলে ‘মেয়েটি আমার সাথে বিয়ে না দিলে আমি ওকে হত্যা করবো।’ পরে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা মেয়েটিকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থ্যা নেওয়া হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন