বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

দেবহাটায় যুবককে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় আশিক হাসান জুয়েল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০ টার দিকে উপজেলা সদরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত আশিক হাসান জুয়েল (৩২) সাতক্ষীরার দেবহাটা উপজেলার সদরের মৃত মোঃ আনিছুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জুয়েলের শিশুপুত্র রেখে প্রায় বছর খানেক আগে তার স্ত্রী অন্যত্র বিয়ে করে চলে যায়। সেই থেকে মনমরা হয়ে থাকতেন জুয়েল। প্রতিদিনই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি বাড়ির পাশে পুকুর পাড়ে বসে সময় কাটাতেন। বুধবার সন্ধ্যার পরও তিনি পুকুর পাড়ে বসে ছিলেন। কিন্তু রাতে তার ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে পুকুরের ঘাটের সিড়িতে রক্ত পড়ে থাকতে দেখে। রক্তের দাগ অনুসরণ করে একপর্যায়ে পুকুরের মধ্যে জুয়েলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক কোপের দাগ রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন