বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

হত্যা, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত বাহার আলী তরফদারকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত বাহার আলী তরফদার ওই গ্রামের জব্বার তরফদারের ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই শেখ তারিকুল ইসলাম ও মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালায়। এসময় হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামী ডাকাত বাহার আলী তরফদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ডাকাত বাহার আলীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন