সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২
সাতক্ষীরায় করোনা সংক্রামনের হার বৃদ্ধি 

তিন দিনে ১৯৯ নমুনায় করোনা পজেটিভ ৮১ জন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় হঠাৎ করে করোনা সংক্রামনের হার বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে গত তিন দিনে ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৮১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৩ মে রবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতালের আরটি পিসিআর ল্যাবে মোট ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা পজেটিভ আসে।

একইভাবে ২৪ মে সোমবার ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। দ্বিতীয় দিনের মত একদিনের পরীক্ষায় ৪০ শতাংশের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৬০ জনের নমুনা পরীক্ষায় আজ প্রায় ৪২ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/ এস আই/ আর কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন