সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরার বিনেরপোতায় বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বেলা ১১ টার দিকে বিনেরপোতা এলাকায় ঘেরে বাসার বিদ্যুৎ সংযোগের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে এঘটনা ঘটে।

নিহতের নাম কার্তিক সরকার (২৯)। তিনি সাতক্ষীরার সদর উপজেলার বিনেরপোতা এলাকার বেড়াডাঙ্গা গ্রামের শুধাংশ সরকারের ছেলে।

নিহতর স্বজনরা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার সময় একই এলাকায় বাড়ী থেকে ২০০ গজ দূরে নিজস্ব মৎস্য ঘেরের ভেড়িতে মাটি কাটার উদ্দেশ্যে যাচ্ছিল কার্তিক। মাছের ঘেরে মটর চালানোর জন্য ঘেরের বাসায় বিদ্যুৎ সংযোগ ছিল। ঝড়ো আবহাওয়ার কারনে রাস্তায় খুটি থেকে বিদ্যুতের তার ছিড়ে ভেড়ির কাছাকাছি নেমে ঝুলতে থাকে। এ সময় অসাবধনতা বসত ঝুলে থাকা বিদ্যুতের তারটি তার গলায় পেঁচিয়ে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন