সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঝড়ে পল্লী বিদ্যুৎ লাইনের তার ছিড়ে মাথার উপর পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ধুলিহার ইউনিয়নের আহছাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম অনিল গোলদার (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার ইউনিয়নের আহছাননগর গ্রামের রবিন গোলদারের ছেলে।

নিহতের পরিবার থেকে  জানাযায়, রবিবার বিকাল সাড়ে চারটার দিকে অনিল গোলদার বাড়ি থেকে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে হঠাৎ ঝড় উঠলে বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে রাস্তায় থাকা খুটি থেকে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে তার মাথার উপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন