সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় জমি নিয়ে বিরোধ, হামলায় বৃদ্ধাসহ আহত ৩

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই পরিবারের তিন মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত তিন জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ মে) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাছিয়াড়া গ্রামের আব্দুল মজিদ ঢালীর স্ত্রী বৃদ্ধা আমেনা বেগম (৭৫), কোমর উদ্দিন ঢালীর স্ত্রী নেকজান বিবি (৬০), তকিম উদ্দিন ঢালীর স্ত্রী সুফিয়া বেগম (৫৫)।

উপজেলার মাছিয়াড়া গ্রামের কোমর উদ্দিন ঢালীর ছেলে হারুন অর রশিদ ঢালী জানান, ২০ শতক জমি নিয়ে মাছিয়াড়া গ্রামের মৃত আইন উদ্দীনের ছেলে নাসির উদ্দিন ঢালীগংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছে।

শনিবার সকালে বাড়িতে পুরুষরা না থাকার সুযোগে প্রতিপক্ষরা জমি দখল নিতে নাসির উদ্দীন ঢালী (৫৫), আব্বাজ ঢালী (৫৬), বাবলু ঢালী (৩০), নুফুর গাজী (৫৫), সবুর গাজী (৫৭), রাসেল ঢালী (২২), নিজাম গাজী (৫০), সাইদুর গাজী (৩০), কামরুল গাজী (৪৭), হায়দার গাজী (৫০) গংরা পরিকল্পিত ভাবে হামলা চালায়।

এসময় বাঁধা দেওয়ায় বৃদ্ধা আমেনা বেগম, নেকজান বিবি, সুফিয়া বেগমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনায় গুরুতর আহত তিনজনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে অভিযুক্ত নাসির উদ্দিন ঢালী অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় হারুন অর রশিদ ঢালীর স্ত্রী তাছলিমা বেগম তালা থানায় একটি এজাহার দায়ের করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন