Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার শ্রীউলা ইউনিয়ন পরিষদ চত্বরে বানভাসী ৪০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদের সঞ্চালনায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন, ধর্ম বিষয়ক উপ সম্পাদক জামান সাহেদ, সহ-সম্পাদক ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা আশিকুর রহমান, কাজী সাহেদ পারভেজ ইমন, শাওন, হিমেল, শোভন, কালাম, সাকিফ, নোমান, জুবায়ের, আলিফ, দ্বীপ ও ফারিব প্রমূখ।

এর আগে ত্রাণ বিতরণ কর্মসূচির শুরুতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের করোনা ও আম্পান পরবর্তী ত্রাণ তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন