শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় গলদা রেনুসহ তিন চোরাচালানী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৫২ পলি ভারতীয় গলদা রেনু ও একটি প্রাইভেট কারসহ তিন চোরাচালানীকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৬ মে) ভোর সাড়ে ৪ টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ এই গলদা রেনু আটক করা হয়।

গ্রেপ্তার চোরাচালানীরা হলো, সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে গাড়ি চালক মিল্টন মোড়ল(২৮), নাংলা গ্রামের জামান উদ্দীন তরফদারের ছেলে রবিউল আওয়াল তরফদার(৩৫) ও মৃত জিয়াদ আলী মিস্ত্রীর ছেলে আদর আলী (৪৭)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ রবিবার ভোর সাড়ে ৪ টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩) আটক করেন। এসময় ওই গাড়ির ভিতর থেকে ভারতীয় ৫২ পলি গলদার রেনু জব্দ করা হয়। অবৈধভাবে ভারতীয় গলদা রেনু চোরাচালানীর সাতে জড়িত ৩ চোরাকারবারি গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে, ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় আটক প্রাইভেট কারটি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধারকৃত ৫২ পলি ভারতীয় গলদা রেনু কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়েছে। আটককৃত রেনুর বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন