শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কচুয়া আ’লীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় আটক ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২জনকে মামলার আসামী করা হয়েছে। ওই রাতেই এজাহার ভুক্ত আসামী মোঃ শহীদ শেখ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শহীদ শেখ কচুয়া উপজেলার ভান্ডারকোলা গ্রামের মৃত সায়েব আলীর ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, হামলা-ভাংচুরের ঘটনায় রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আমরা এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা ও গভীর রাতে দুই দফায় রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের ভান্ডারকোলাস্থ বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু ও তার সমর্থকরা। এতে মোঃ দেলোয়ার হোসেনসহ অন্তত চারজন আহত হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন