সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

১৮২০ পিচ ইয়াবাসহ সাতক্ষীরায় যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর থানা পুলিশ ১৮২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক তরুণ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। ইয়াবা বিক্রির সময় রবিবার সন্ধ্যায় শহরের ফুড অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ির নাম ইয়াসিন আরাফাত (১৯)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, শহরের ফুড অফিস মোড়ে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশ সন্ধ্যায় সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৮২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন রাত ৯টায় এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে এই মাদক ব্যাবসার সাথে জড়িত। এঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন