শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় পরিবহন শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন ।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাতক্ষীরার ২০০ জন পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন