সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়

সাতক্ষীরা প্রতিনিধি

গ্রীষ্মের খরতাপ ও অনাবৃষ্টিতে পুড়ছে সাতক্ষীরার শ্যামনগর উপকূল। চারদিকে যেন পানির জন্য হা-হা-কার পড়েছে। ঠিক এমনই পরিস্থিতিতে বৃষ্টির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করে শ্যামনগরে নফল নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৩ টায় শ্যামনগরের নকিপুর মোল্লা বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে অনুষ্ঠিত এই নামাজে স্থানীয় শতাধিক মুসুল্লী অংশগ্রহণ করেন।

হাফেজ মাওলানা কামাল হোসেনের পরিচালনায় নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন এবং নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির প্রার্থনা করেন।

প্রসঙ্গত, দীর্ঘসময় ধরে বৃষ্টি না হওয়ায় এবং গ্রীষ্মের প্রচন্ড খরতাপে শ্যামনগর উপকূলে খাল বিল পুকুর শুকিয়ে চৌচির হয়ে গেছে। এতে করে সুপেয় খাবার পানিসহ ব্যবহার্য পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। সেই সাথে জনজীবন নাকাল হয়ে পড়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন