শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শ্যামনগরে মৎস্য ঘের থেকে গৃহবধুর ভাসমান মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে এক গৃহবধুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের একটি মৎস্য ঘের থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম নুরনাহার বেগম (৪০)। তিনি ওই গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী।

পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান অনন্তপুর গ্রামের জনৈক মোশারফ হোসেনের মৎস্য ঘের হতে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন