শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

লকডাউনের সপ্তম দিনে সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযান অব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় লকডাউনের সপ্তম দিনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে স্বাস্থ্য বিধি অমান্য করে  চলাচলরত ইজিবাইক, রিকশা, ভ্যান, মাহিন্দ্র, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করা হচ্ছে।

তবে, শহরে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ করা গেছে। এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউনবাজারসহ বিভিন্ন বাজার গুলোতে মানুষ সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা করছেন সাধারন মানুষ।

এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার ১৩ টি মোবাইল কোর্টের অভিযানে ৫৪ টি মামলায় ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার এনডিসি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন