Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু ১, আক্রান্ত ১২

সাতক্ষীরা প্রতিনিধি

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে গোলাপী রায় (৫০) নামে এক নারী মারা গেছে। ৫ আগষ্ট সকালে সামেক হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের পরিতোষ রায়ের স্ত্রী। সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গত ২৪ ঘন্টায় দুই র‌্যাব কর্মকর্তা, দুই স্বাস্থ্য কর্মী ও এক পুলিশ সদস্যসহ নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

এখন অবধি জেলায় করোনা উপসর্গ সাতক্ষীরায় মারা গেছেন ৫৩ জন। জেলায় মোট ৭৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫৪২ জন।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন