কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কনসেন্টেটর মেশিন (অক্সিজেন গ্রহন করা মেশিন) প্রদান করেছেন নাভানা গ্রুপ লিমিটিড। ৪ আগষ্ট বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমানের হাতে এ মেশিনটি তুলে দেয়া হয়।
সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান ও আমাদের সময় পত্রিকার কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন মেশিনটি প্রদানে সার্বিক সহযোগিতাকরেন।
এ সময়উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, আজিজুর রহমান, মোস্তাফা হোসেন বাবলু, ফারুক রাজ, জিকরিয়া হোসেন, শিমুল প্রমুখ।
খুলনা গেজেট / এনআইআর