সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারী ১৬ কেজি গাঁজাসহ আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কুশখালি সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ তুহিন হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাকে আটক করা হয়। তুহিন হোসেন চিহিৃত মাদক ব্যবসায়ী ও সদর উপজেলার কুশখালি গ্রামের বাসিন্দা।

বিজিবি কুশখালী বিওপি কমান্ডার আলী আসগর জানান, তুহিন হোসেন ভারত থেকে গাঁজা এনে সীমান্তবর্তী কুশখালি মাঠ এলাকা দিয়ে হেটে আসছিলেন। এসময় বিজিবি’র টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি’র টহল দলের সদস্যরা তার পিছু নিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করে। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন