Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

তালা প্রতিনিধি

তালায় হতদরিদ্র পরিবারের শিশু (১২) কে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) ভোরে খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে সোমবার শিশুর পিতা তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

হতদরিদ্র শিশুর পিতা জানান, শুক্রবার তার মেয়ে বাড়িতে একা ছিল। ভোরে পাশ্ববর্তী মৃত আনার উল্যাহ সরদারের লম্পট ছেলে আমান উল্যাহ সরদার (৪০) শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টার করে। একপর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আমান পালিয়ে যায়।

শিশুর পিতা আরো জানান, মেয়েকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না থাকায় ভয়-ভীতি দেখাতো লম্পট আমান উল্যাহ।

এ বিষয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, ‌’শিশুর পিতা একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আসামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন