শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্পের) এর একটি আভিযানিক দল ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর গ্রামস্থ মোল্লাপাড়া জামে মসজিদের সামনে থেকে একই এলাকার মৃত. নিজাম উদ্দিন সরদারের ছেলে মোঃ ফারুক হোসেন (৩৫) কে ১০০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। অপরদিকে একই দিন সাতক্ষীরার কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে থেকে রামভদ্রপুর এলাকার মৃত. রমজান আলীর ছেলে আবু হাসান (৪৫) কে ৬৭ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন