Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় করোনা উপসর্গে পাট ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে আব্দুল লতিফ সরদার নামের এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত পাট ব্যবসায়ী আব্দুল লতিফ সরদার (৬৫) সাতক্ষীরার তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের মৃত জেকের সরদারের ছেলে।

মৃত ব্যবসায়ীর স্বজনরা জানান, পাট ব্যবসায়ী আব্দুল লতিফ সরদার গত ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান। তার ডায়াবেটিকস ও হার্টের সমস্যাও ছিল বলে জানান তার স্বজনরা।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারাহ ফেরদৌস ব্যবসায়ী আব্দুল লতিফ সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন