বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সামেক হাসপতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। করোনা উপসর্গে মৃত ওই বৃদ্ধের নাম মোঃ কামরুল ইসলাম (৭৩)। তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মোকছেদুর রহমানের ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে গত ১১ মার্চ বৃদ্ধ কামরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই বৃদ্ধের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ১৫ মার্চ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৫০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন