বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কলারোয়ায় টিউবওয়েলের পানি সরানোর গর্তে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় টিউবওয়েলের পানি সরানোর গর্তে পড়ে নয়ন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ শিশু নয়ন চান্দা গ্রামের কৃষক মুকুলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির টিউবওয়েলের পানি যাওয়ার গর্তের পাশে খেলা করছিল শিশু নয়ন৷ এসময় তার মা ঘরে কাজ করছিল৷ বাইরে নয়নের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার পিয়াশ কুমার দাস জানান, বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন