Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা মেডিকেলে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হয়েছে। ৩০ জুলাই দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ রফিকুল ইসলামের কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল, মেডিকেল টেকনোলোজিষ্ট আব্দুল হালিম, হেলথ এডুকেটর মুরাদ হোসেন, ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।

চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, বাংলাদেশ মেডিকেল হাসাপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ড. ফখরুল ইসলাম, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন, প্রাইড ফাউন্ডেশন ঝাউডাঙ্গা, বিবিসি ফাইন্ডেশন, সাতক্ষীরা ও ফ্যাশান পয়েন্ট লিমিটেড, সৌদি প্রবাসী তরিকুল ইসলাম, ভোমরা এলাকার হাজী আফছার আলী, ইকবলসহ আরো অনেকের সার্বিক সহযোগিতায় করোনা রোগীর জরুরী মুহূর্তে অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন