Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় দুঃস্থদের ঈদ উপহার প্রদান বিএনপি’র

সাতক্ষীরা প্রতিনিধি

জেলার কলারোয়ায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত চার শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩০ জুলাই স্থানীয় কাজীরহাট গার্লস স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, অধ্যক্ষ রইচ উদ্দিন, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুব নেতা আশরাফুজ্জামান পলাশ প্রমূখ।

প্রধান অতিথি সাবেক এমপি হাবিব বলেন, বিএনপি জনগণের পাশে আছে, আগামীতেও থাকবে। বিএনপি বিপদের সময় মানুষের পাশে থাকে। বর্তমানে মহামারি করোনা ভাইরাস ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিএনপি পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে ত্রান বিতরণ অব্যাহত রেখেছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, সিমাই, চিনি ও শাড়ি।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন