Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের মাঝে জরুরি খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মহামারি করোনা ও ঘুর্ণিঝড় আম্পান দুর্যোগে ক্ষতিগ্রস্থ জেলার এসিড সারভাইভরদের মাঝে জরুরি খাদ্য সহায়তা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের আমতলামোড়স্থ বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানে এই খাদ্য সহায়তা ও করোনা সুরক্ষা  সামগ্রী বিতরণ করা হয়।

দাতা সংস্থা একশন এইডের সহায়তায় এসিড সারভাইভরদের নেটওয়ার্ক এসবিজিএন ও বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থার উদ্যগে এই সব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁ, মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোস্না দত্ত, প্রোগ্রাম অফিসার অলোক পাল প্রমুখ।

অনুষ্ঠানে মহামারি করোনা ও ঘুর্ণিঝড় আম্পান দুর্যোগে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা জেলার ২৫ জন এসিড সারভাইভরদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। ক্রমাগতভাবে জেলার মোট ১১০ জন সারভাইভরদের মাঝে এই সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন