সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। পৌর শহরের প্রায় প্রতিটি কেন্দ্রে ভোট দেয়ার জন্য ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে সকালে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সব চেয়ে বেশী লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ শুরুর প্রায় আধা ঘন্টা আগে থেকেই নারীরা কেন্দ্রের সামনে এসে ভীড় জমিয়েছেন। ভোটারা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এখনো পর্যন্ত পৌরসভার প্রায় সব ভোট কেন্দ্রের পরিস্থিতি খুবই স্বাভাবিক বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
সকাল থেকে সাতক্ষীরা শহরের পিটিআই কেন্দ্র, পিএন হাইস্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশপোল হাই স্কুল, পুলিশ লাইন হাইস্কুল, রসুলপুর হাইস্কুল, সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ, হরিতলা প্রাইমারী স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন।
পুলিশ লাইন হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদানকারি পৌর শহরের পলাশপোল এলকারা সিরাজুল ইসলাম জানান, ভোট কেন্দ্রের পরিবেশ খুবই সুন্দর। নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। তবে ইভিএম এর কারণে ভোট গ্রহণ একটু ধীরে হচ্ছে।
সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানকারি ব্যবসায়ি দীন বন্ধু মিত্র জানান, নির্বিঘ্নে ভোট দিয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে। আমার মত অন্য ভোটাররা স্বতঃস্ফুর্ত ভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট দিতে পারছেন। এখনো পর্যন্ত ভোট গ্রহণের পরিবেশ সন্তোষজনক।

প্রসঙ্গতঃ সাতক্ষীরা পৌর সভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও মহিলা ভোটার ৪৫ হাজার ৮০৬ জন। পৌর সভার ৯টি ওয়ার্ডে ৩৭ টি কেন্দ্রে ২৪৮টি বুথে ভোট গ্রহণ চলছে।
মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারি ৫জন প্রার্থী হলেন, বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের শেখ নাসেরুল হক, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বর্তমান মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের ডাঃ এসএম মুসতাফীজউর রউফ, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের নাছিম ফারুক খান মিঠু ও অপর স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের জামায়াত নেতা নুরুল হুদা।
জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর জানান, সাতক্ষীরা পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। পৌরসভার ৩৭টি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ দেখিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১ জন এসআই এর নেতৃত্বে ৪ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়াও একজন করে ইন্সপেক্টরের নেতৃত্বে ৯টি মোবাইল টিম ও ৩টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। একই সাথে ৩ প্লাটুন বিজিবি ও ২৪ জন র্যাব সদস্য ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে টহল দিচ্ছেন। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন অতিরিক্ত। রোববার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
খুলনা গেজেট/এনএম

