বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের এর মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে শহরের আমতলা মোড়ে স্টাফ কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হাবিবুর রহমান (৩৫)। তিনি গাইবান্ধা জেলার দামুদার থানার সাদুল্লাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাইনম্যান হাবিবুর রহমান ঠিকাদার কাজী ফিরোজ এর অধীনে সাতক্ষীরায় বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ করছিল। সকাল ৯ টার দিকে কাটিয়া ফিডারের লাইন বন্ধ করে ভুলবশত জেলখানার ফিডারে কাজ করতে ওঠে হাবিবুর। এ সময় বিদ্যুতের তারে হাত দেয়ার সাথে সাথেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন