শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শ্যামনগরে কাঁকড়া ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হরিনগর বাজারের কাঁকড়া ব্যবসায়ী রবিন সানার ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে হরিনগর কৃষ্ণ মন্দিরের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়।

ছিনতাইয়ের শিকার রবিন সানা জানান, প্রতিদিনের মত শনিবারও রাত ১০ টার দিকে তিনি ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত ১০ টার দিকে হরিনগর কৃষ্ণ মন্দিরের কাছে পৌছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তার গতিরোধ করে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে তাকে দাঁড়াতে বলে। এসময় তারা জানতে চায় হুমায়নকে চেনে কি না। রবিন হুমায়নকে চেনে না বললে মটরসাইকেলে আসা ব্যক্তিরা তার হাতে থাকা ব্যাগে কি আছে জানতে চায়। একপর্যায়ে টানা হ্যাচড়া করে তিন লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত চলে যায়। রবিনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা ঘটনাস্থান ত্যাগ করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনা শুনেছেন উল্লেখ করে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন