বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় বিএনপির নেতা-কর্মীদের সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ বিএনপির নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল চফি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা শহরের নিউমার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিএনপি নেতা কমীর্রা এ রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তিরদাবি করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন