Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কলারোয়ার দুই মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল দুদক

সাতক্ষীরা প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দুই মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা তাঁর কার্যালয়ে দুদক এর পক্ষে শিক্ষার্থীদ্বয়কে এই নগদ অর্থ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান, মাদ্রাসার সুপারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সদরুল ইসলাম ও লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহেরা খাতুনকে উভয়কে মাসিক ১ হাজার টাকা করে ৬ মাসের (জানুয়ারি থেকে জুন পর্যন্ত) মোট ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা প্রদান করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন