Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন উপকরণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা প্রসাধনী ও ঘর মেরামতের যন্ত্রপাতি হাইজিন পার্সেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস চত্বরে এ সব সামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নরুল হক।

সাতক্ষীরার সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওর্য়াডের মোট ১৫০টি পরিবারের মাঝে পরিবারের কিশোরী ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা প্রসাধনী এবং ও ঘর মেরামতের যন্ত্রপাতি হাইজিন পার্সেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো. হায়দার আলী, রেড ক্রেন্ট সোসাইটির কার্যকারী সদস্য তৌহিদুর রহমান ডাবলু, রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক, কামরুল ইসলাম, শেখ মুসা কাজিম, মো. ইলিয়াস হোসেন, মো. মোস্তাকিম হোসেন, মো. মহিদুজ্জামান মিলন, মো. কাজী মুনতাসীর, মো.আরিফিুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন