Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা পোষ্ট অফিসের মধ্য থেকে অভিনব কায়দায় টাকা ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পোষ্ট অফিসের মধ্য থেকে নিতাই চন্দ্র বুধুক নামের এক মৎস্যজীবীর দুই লাখ টাকা ছিনতাই হয়েছে। বাবা-মাকে সঙ্গে নিয়ে সোমবার দুপুর একটার দিকে জমা দিতে এসে পোষ্ট অফিসের মধ্যে বসে টাকা গুনার সময় অভিনব কায়দায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কষ্টের সম্বল হারিয়ে দিশেহারা নিতাই ও তার পরিবার। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

নিতাই চন্দ্র বুধুক সাতক্ষীরা শহরের বাঁকাল খেয়াঘাট এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী।

নিতাই চন্দ্র বুধুকের ভাই নিত্যানন্দ বুধুক জানান, রবিবার দুপুরে বড় ভাই নিতাই চন্দ্র বুধুক মা-বাবাকে নিয়ে কষ্টে অর্জিত দুই লাখ টাকা পোষ্ট অফিসে নিজের অ্যাকাউন্টে জমা রাখতে যায়। জমা দেওয়ার আগে ভিতরে ক্যাশ টেবিলে টাকাগুলো রেখে পুনরায় গুণছিলেন। পেছন থেকে একজন গায়ে হাত দিয়ে ডেকে বলে, নিচে আপনার টাকা পড়ে গেছে। তখন নিতাই চন্দ্র মাথা নিচু করে দেখছিল। এসময় কিছু বুঝে উঠার আগেই টেবিলের উপরে গুণে রাখা ৫০০ টাকার চারটি বান্ডেলে দুই লাখ টাকা নিয়ে উধাও হয় তিন প্রতারক। খুঁজে তাদের আর পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কষ্টে জমানো টাকা হারিয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। পোষ্ট অফিসের অব্যবস্থাপনার কারণে এমনটি ঘটলো বলে তিনি অভিযোগ করেন।

এদিকে সাতক্ষীরা পোস্ট অফিসের মধ্য থেকে অভিনব পন্থায় মৎস্যজীবীর দুই লাখ টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করছে পুলিশ। এঘটনার পর সদর থানার ওসি আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাটির বিস্তারিত জানতে ঘটনাস্থল পোস্ট অফিসে গিয়ে তদন্ত করা হয়েছে। পোস্ট অফিসে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে অজ্ঞাত তিনজনকে টাকা নিয়ে বাইরে যেতে। এই প্রতারক চক্রের পরিচয় শনাক্ত ও আটকের জন্য কাজ করছে পুলিশ।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন